নয়া জঙ্গের ইশতেহার
- মিজান নকীব ১০-০৫-২০২৪

. ১
========
আজ বাজিবে আবার রণোময়দানে
নয়া জঙ্গের ডঙ্কা,
ছুটে চল্ আজ সেই ময়দানে
করিস কিসের শঙ্কা?
আজ ছিড়েফেল শতো বাঁধার শিকল
নে-তুলে হাতে তপ্ত অনল,
দে-জ্বালিয়ে জালিমের গদি
দেখা তোদের সর্ব বল;
তোদের পানে চেয়ে আছে আজ
মাজলুমানের বিশার দল।


========
আজ গুঞ্জিতো হবে জয়োধ্বণি ফের
উর্ধ অতল ভেদিয়া,
ওরে ঘুমিয়ে পরা বীর মুজাহিদ
উঠরে আবার জাগিয়া।

ভেঙ্গেফেল আজ জালিমের ভিত্
ওদের প্রতি ধ্বিক শতো ধ্বিক;
ওদের নিম্ন আচরণে আজ
বিবেক হয়েছে কুন্ঠিতো,
সর্বগ্রাসীর বিশাল থাবায়
মানবতা আজ লুন্ঠিতো,
আখিপাত্ অবগুন্ঠিতো।


=========
আজ কুফ্ফার ঐ মুর্তাদ আর
মুনাফেক সব হয়েছে এক,
নাস্তানাবুদ করতে তোদের
হাসি মুখে সব করছে ত্যাগ।
দে নবরূপ ওদের হাসির
ফাসির দড়িতে পেঁচিয়ে ধর,
চিরো উন্নত শির দূর্দমো বীর
হৃদয়ে তোদের কিসের ডর।

নে-তুলে আজ তপ্ত অসি,
আধার ফুরে আসবে শশি,
দুঃখ্ ঘেরা সব মানুষের ঘরে
নামবে আবার সুখের ঢল;
তাদের মুখ্ পানেতে চেয়ে
ময়দানে আজ চল্-রে চল্।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।