পুড়ে যায়
- এস এম খায়রুল বাসার ১০-০৫-২০২৪

পলাশের যেতে রেশ আসে লাল সোনাইল
সরো মেঘ আমি চাই আকাশের যত নীল,
মোহময় সে সময় ছিল বেশ মনোহর
নিয়ে মন ছেড়ে যায় সেতো খুব যাদুকর।
লুটে মৌ উড়ে যায় রয়ে যায় ফোটা ফুল
এভাবেই রাধিকার হয়ে যায় বড় ভুল।
মনে তার জ্বালা রয় মনোরম ঘরে বাস
বোশাখের খরতাপ পুড়ে যায় চারিপাশ,
রাজাপুত বসে রয় কেদারায় রাজসিক
খালি পায় হেঁটে যায় নগরের নাগরিক।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।