দুর্গতিনাশিনী
- উত্তম চক্রবর্তী ০৯-০৫-২০২৪

তুমি আনন্দে ভরিয়ে দাও আগমনীর এ দিনে,
বয়ে আন সুখের আলোক ভক্তদের ত্রিভুবনে।
তুমি চন্ডিপাঠে আহবানে সৃষ্টিতত্ত্বে বর্ণনায়,
মহালয়ার পরেই শুরু দিন গণনার প্রতীক্ষায়।
তুমি আশ্বিনের শুক্লাপক্ষে- শরতের শারদীয়া ,
শ্রী রামচন্দ্রের অকালবোধন অসময়ে পূজনীয়া।
তুমি মহিষাসুরমর্দিনী অসীম শক্তির দেবী,
অশুভ শক্তির ধ্বংসকারী মহামায়া উর্বী।
তুমি দশভূজা দেবীদুর্গা দুর্গতিনাশিনী মা জননী,
স্বর্গলোক হতে মর্ত্যে এসো মাগো দুঃখহারিণী।

তাং- ০৮/১০/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।