আমি বাঙ্গাল
- পাগল ১২-০৫-২০২৪

আমি গর্বিত ,আমি বাঙ্গালী,
মোরা মানি নাই হার, করি নাই নত শির,
মোরা উন্নত ,মোরা জাতিতে বীর।

হারতে শিখিনি ,শিখেছি লড়তে,
গড়তে শিখেছি,শিখিনি ভাংতে।

মরতে জানি দেশের জন্য,
ছাড়তে পারি প্রাণ,
জীবন গেলেও মানবো নাকো জাতির অপমান।

অন্যায়ে ন্যায় করব প্রতিষ্ঠা,
এতো মোদের অগ্রজের দীক্ষা।

জয় বাংলা,বাংলাদেশ জিন্দাবাদ,
সত্যতে নাইকো দ্বিধা,মিথ্যাতে প্রতিবাদ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।