বাংলা আমার
- সাখাওয়াত হোসাইন ফরহাদ - প্রস্ফুট ১০-০৫-২০২৪

রক্ত ঝরা বাংলা আমার
পেলাম একাত্তরে
দেশ মাতৃকার ভালোবাসা
ভুলবো কেমন করে!

সবুজ শ্যামল দেশটি আমার
দেখতে লাগে বেশ
রাণীর মতো সোনায় ভরা
নেই তো রূপের শেষ।

জ্ঞানী মহল লিখলো কতো
শেষ হয়েছে পাতা
হয়নি তো শেষ তাদের লেখা
বাংলা জীবন গাঁথা।

বাংলা আমার আটচল্লিশ এ
দেখতে নবীন যেন,
শতক যদিও পূর্ণ হয়
গ্লানি থাকবে কেন!!!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।