ভুলতে শিখেছি তোমায়
- নিশাত আফরিন নীলা ০৯-০৫-২০২৪

এক গুচ্ছ কদমফুল হাতে নিয়ে
বৃষ্টি ভেজা এই দিনে এসেছিলে
ভুলে গেছো সব প্রিয় তুমি !
কাক ভেজা শরীরে দাঁড়িয়ে বলেছিলে
তোমার চোখে আকাশ দেখি
আমার আকাশে আছো শুধুই তুমি ৷
তোমার পৃথিবীতে ছিলাম আমি
আমাকে নিয়ে সাজিয়ে ছিলে ভালোবাসা দিয়ে সুখের ঘর ,
তোমায় বিশ্বাস করেছিলাম অনেক বেশি
যার প্রতিদান দিলে তুমি এভাবে !
পেয়ে ঈশিতা করলে আমায় পর ৷
কিভাবে বেঁচে আছি আমি
একবারও ফিরে তাকালে না
তোমাকে ছাড়া কি সুখে আছি !
তুমি বিশ্বাস করো প্রিয়
তোমাকে আর মনে পড়ে না
এক সাগর কষ্ট বুকে নিয়ে সুখেই আছি ৷
তুমি বিশ্বাস করো প্রিয়
এখন আর তোমার অপেক্ষায় থাকি না
তোমার জন্য চোখের জল আর পড়ে না ,
বিশ্বাস করো প্রিয়
তোমাকে ভালোবাসতে আর চাই না
তোমাকে নিয়ে আর স্বপ্ন দেখি না ৷
বুকের বাম পাশে চিন চিন ব্যথা জানো তো !
এখন আর অনুভব করি না
কোনোদিন আর বলতে চাই না ভালোবাসি তোমায় ,
তোমার স্মৃতিগুলো এখন আমাকে আর কাঁদায় না
গভীর রাতে এখন বালিশ ও ভেজে না
আমি যে ভুলতে শিখেছি তোমায় !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।