হয়রানি
- মোঃ আমিনুল এহছান মোল্লা - অালো ০৮-০৫-২০২৪

প্রতি শাখে শাখে হয়রানি হলে;
মানুষেরা যাবে কোন ডাল পালে ?
বড় কর্তার আশে পাশে
হয়রানি সব রাশে রাশে
ভোগীরা ঘুরে মাসে মাসে
আজ না কাল হবে হবে
তবে ?
নিলর্জ্জ বাড়ায় হাতখানি
অফিস আদালত বনে বনে,
ভোগীরা ওই ভয়ে ভয়ে-
দিন রাত ঘুরে জনে জনে
দিলে পরে হবে বরণ,
বলবো না কোন কারণ !
ওই টুকু উপর মহলে
না হলে আমায় যাবে ভুলে
কি অধিকার তুমি পেলে ?
হয়রানি দ্বারে দ্বারে
বেশতী দিলে পরে
জনতার ফালই ঘুরে ।
----------------------------------------------16-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।