কুচ বরণ মাগী
- Md Shamim Pramanik (Nimu) - কবিতা ০৯-০৫-২০২৪

অধুনা কালে বেড়ে ওঠা কুচ বরণ মাগী উদাম অঙ্গে গোলাপ হইয়া ফুটিয়া থাকে উঠানের বাগিচায়,

ডাকিতো সৌরভ ছড়িয়ে ছুটিয়া আসিতো বিষক্ত ভোমরের পাল কচি রস তাঁর চুষিয়া চুষিয়া খায়৷

তিন দশ দুই দন্তে ইতর ভোমরের দংশনে ফুটিত গোলাপ তাঁর ইচ্ছে সখে গুপ্ত লাজের পাপড়ি ঝরে,

উঠানের বাগিচায় গোলাপের চেঁচানি শুনিয়া গৃহ ভরা অতিথি ছুটে এসে তাঁর গোড়ায় জল ঢালে৷

অপরিচিত ভোমর তৃষ্ণা মিটিয়া উড়িয়া পালায় অন্য আরও কোনো কুচ বরণ মাগীর খোঁজে,

উঠানের বাগিচায় উদাম অঙ্গে ফুটিয়া গোলাপ নিজ ইচ্ছায় কত মাগী গুপ্ত লাজের পাপড়ি ঝরে৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।