বিদায়ী বছর
- সিফাত আহমেদ ১০-০৫-২০২৪

দেখতে দেখতে আরও একটি বছর
চিরতরে বিদায় নিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে!
পৌষের এ ঝলমলে প্রভাতে….
বিদায়ী বছরের স্মৃতিচারণ করলে দেখতে পাই-

সমগ্র বছরটি কেটেছে তীব্র ব্যস্ততা আর কর্মচাঞ্চল্যে!
কখনও দিনগুলো কেটেছে উদ্বেগ- উৎকণ্ঠা নিয়ে
অতঃপর স্বস্তির অপূর্ব পরশ জাগিয়ে!
শিক্ষা, অভিজ্ঞতা ও অগ্রগতি পথে এ বছরে অগ্রসর হওয়া গেছে অনেকখানি!

জীবন থেকে অনেকগুলো দিন যেমন হারিয়ে গেছে
তেমনি হারিয়ে গেছে চিরচেনা কিছু প্রিয় মানুষ!
হৃদয়ের গ্যালারিতে যাদের চিত্র অক্ষয় থেকে যাবে চিরদিন!

সব মিলিয়ে বছরটি ছিল প্রাপ্তি এবং হারানোর
এক আশ্চর্য মিলনমেলা!
কিছু হারানো আর অনেক কিছু পাওয়া
মিলিয়ে বছরটি ছিল অসাধারণ একটি বছর!
এ বছর রইলো যা কিছু অপূর্ণ তা যেন
নতুন বছরে এসে হয় পূর্ণ!
এ শুভ প্রত্যাশা.........
বিদায় ২০১৯!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।