মনের ভিতর একটা তুমি
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ০৯-০৫-২০২৪

মনের ভিতর একটা তুমি
সাইয়িদ রফিকুল হক

মনের ভিতর কে যে বসে
ডাকে তোমার নামটি ধরে!
ভালোবেসে আমায় তুমি
নিবে একটু আপন করে?

ক’দিন আগেও ছিলাম একা
ছিল নাতো ভাবনা কোনো,
তোমার নামটি মনপুকুরে
হঠাৎ করে ভাসলো যেন!

এখন বন্ধু ঘুম গিয়েছে
কোথায় যেন নির্বাসনে!
আহার-নিদ্রা ত্যাগ করেছি
মনমানুষের নির্বাচনে।

মনের ভিতর একটা তুমি
বসে আছো সংগোপনে,
যেমন করে জোনাক জ্বলে
গভীর কোনো বিজন বনে!

এত কাছে থেকেও তুমি
দাও না দেখা একটুখানি,
অনেক দুঃখে বলছি বধূ
এবার কর মেহেরবানি।

মনটা শুধু ভরে আছে
তোমার বড় মধু-নামে,
এবার আমায় নিয়ে চলো
তোমার চেনা স্বর্গধামে।

ভালোবাসার সরলপথে
হাঁটতে হবে দুজন মিলে,
একটু মায়া বাড়াও সখী
তোমার মধুর-নরম দিলে।

তোমার দেখা পাই না বলে
জীবনটা যে যাচ্ছেতাই,
মনের ভিতর একটা তুমি!
কবে তোমার দেখা পাই?


সাইয়িদ রফিকুল হক
১১/০১/২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।