বেদনাকে বলেছি
- মহঃ সানারুল মোমিন - - ১০-০৫-২০২৪

বেদনাকে বলেছি
মহঃসানারুল মোমিন

বেদনাকে বলেছি,
তুমি আর এসো না।
ব্যথায় ব্যথায় পূর্ণ এ মন।
আর যে কিছুই মনে সহে না।

মাটির হৃদয় ছিল,
ছিল বৃষ্টি ঝরা জল-
বেসেছি ভালো-সবুজ পৃথিবী।
আজ স্বপ্ন ইচ্ছা,সব যে বিফল।

মাটির গভীরে,মনের আঁধারে,
ছিল আগামীর,স্বপ্নের কোলাহল।
ব্যথায় ব্যথায় পূর্ণ এ মন।
আজ বুক চিরে চোখে আসে বেদনার জল।

আকাশের নীল বুকে-
শ্বেত তারা দিয়ে লিখে।
লিখা ছিল হাজার স্বপ্ন সকল।
বেদনায় বেদনায় ছিন্ন আজি নীরব অচল।

বাতাসের কানে কানে,
জ্যোৎস্নার প্রাণে প্রাণে-
ছিল প্রেমের গানের শীতল।
আজ সে যে স্বপ্ন বিফল।

তাই আজ বেদনাকে বলেছি-
তুমি আজ আর এসো না...........................।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।