স্বপ্নের- 'এ জীবন'
- মোঃ আরিফ হোসেন সর্দার ০৯-০৫-২০২৪

স্বপ্নের হাত ধরে একদিন আমি ছুটে চলি বেবিলনের পানে।

স্বপ্নরা আমাকে বলে, তুমি আর তুমি নেই তুমি এক 'ধ্রুব-তারা'।

আমি আকাশে হেসে উঠে বলি এ জূবন এক অ্যান্জেল-ধারা।

কত যে কথা বয়ে যায়, কত যে নদী ছুটে চলে আমি শুধু 'শুকরের' পানে চেয়ে থাকি।

যদি মোরে দিতে চাও বাকীংহাম আমি যে এক ' শুকতারার ' গান গাইব।

যাবে যদি নীহারীকা তবে কেন আমা' পানে রাফলেশিয়া __ গাইলে।

পৃথিবীটা লালে লাল হয়ে উঠুক আমি শুধু ' চন্দ্রিমা' দেখি।এ জীবন এক অমরায় পরিনত হোক আমি শুধু ' সোনা- চাঁদ দেখি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।