মৃত্যুর মিছিল
- শান্ত চৌধুরী ০৯-০৫-২০২৪

মৃত্যুর মিছিল থেমে নেই
থেমে নেই জীবন প্রবাহ।
উচ্চ-মধ্য-নিম্ন বলে কোন
শ্রেনী ব্যবধান নেই।
মৃত্যুর কোন জাত-ধর্ম নেই
সময়ের সঙ্গমে উচ্চ থেকে নিম্ন
আদেশ, উপদেশ বলে কোন
শাখা-প্রশাখা নেই।
মৃত্যুর কোন রাজসিক সভা নেই,
মন্ত্রী পরিষদ নেই।
নেই কোন ক্ষণগণনা,
নেই কোন বিষয় ভিত্তিক অধ্যায়।
মৃত্যুর মিছিল বহমান,
মানব জাগতিক- আর যান্ত্রীক
কলহে ডুবে ভুলে যায়, জীবন
মানেই মৃত্যুর মিছিল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।