স্মৃতির দহন
- বোরহানুল ইসলাম লিটন ১০-০৫-২০২৪

স্মৃতির দহন
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

বুক করে ধুক ধুক,
অজানা ব্যথায় কেঁদে ফিরে মন
খোয়ে আপনার সুখ।

মনের গহীনে ভেসে উঠে আজি
আরেক দিনের কথা,
খেলার ছলনে চড়ুই পাখিরে
দিয়েছিনু মনে ব্যথা।

নিয়ে ছানা দুটি করে ছুটো ছুটি
বাঁচিতে মনের আশে,
বেঁধেছিলো বাসা কতো না যতনে
দালানের এক পাশে।

খেলা ভেবে মনে ভাঙ্গিনু সে ক্ষণে
ছানা করে অসহায়,
অন্ত জ্বালায় কেঁদে ফিরে মাতা
হয়ে বুঝি অসহায়।

দিন দুই পরে ছানা গেলো মরে
মাতা পাগলিনী বেশে,
শোক ভরা বুকে সুখে বা কি দুখে
বারে বারে দ্যাখে এসে।

নয়তো কারণে নানা অকারণে
কতো পাপ হলো জমা,
আজ অসহায় মন বলে হায়
চাওয়া তো হয়নি ক্ষমা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।