জীবনের বাঁকে
- বোরহানুল ইসলাম লিটন ১০-০৫-২০২৪

জীবনের বাঁকে
বোরহানুল ইসলাম লিটন
=============৥৥৥

কাঁদিতে ভাসিয়া অকুল পাথারে
খুঁজিয়া চলেছি কুল,
তুমি প্রভু মোর আঁধারের আলো
তুমি জীবনের মূল।

পড়েছি আজিকে বিষম বিপদে
জীবনী সন্ধ্যাবেলা,
পাপী তাপী বলে দিও নাকো ফেলে
করো না দাসেরে হেলা।

তোমা বিনে আমি পাবো কোথা স্বামী
তুমি অভাগার ধন,
তোমারি স্মরণে প্রতি ক্ষণে ক্ষণে
কাঁদিয়া চলিছে মন।

আপনারে ভুলে যারে নিয়ে তুলে
বুকে দিয়েছিনু ঠাঁই,
হারিয়েছি ধন বন্ধু স্বজন
বোন আপনার ভাই।

কতো কথা বাজে অন্ত গহিনে
জেগে বিষাদের ঢেউ,
স্মৃতিরা কাঁদিছে হাহাকার করে
জানিলো না তার কেউ।

হাত ধরে তবু না তুলিলে কভু
কেমনে পাইবো ত্রাণ,
তুমি প্রভু মোর অন্তর্যামী
তোমা তরে এই প্রাণ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১০-০৫-২০২০ ০৫:৫৩ মিঃ

Charming