খোকনের প্রশ্ন
- বোরহানুল ইসলাম লিটন ১০-০৫-২০২৪

খোকনের প্রশ্ন
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

মায়ের গলা জড়িয়ে ধরে
ছোট্ট খোকন কয়,
যাই যদি মা অচিন দেশে
লাগবে কি তোর ভয়?

হাসবো বসে তারার ভিড়ে
দেখতে তোরই মুখ,
তুই যদি মা কাঁদিস বসে
থাকবে কি মোর সুখ?

রোজ নিশিতে আসবো নেমে
দেখতে মুখের হাসি,
জানলা খুলে ঘুমাস যদি
থাকবো না বল খুশি?

অদ্র্ধাহারে জীবন গড়ে
যাস যদি তুই শুকে,
কেমন হবে মনটা কেঁদে
থাকবো কি খুব সুখে?

থাকতে চেয়ে পথের পানে
যায় যদি তোর বেলা,
পাখ-পাখালি কাঁদতে শেষে
ভুলবে না বল খেলা?

তুই যদি মা কাঁদিস দুখে
সন্ধ্যা সকাল বসে,
আকাশ থেকে তারার মেলা
পড়বে না বল খসে?

পাক প্রকৃতি পবন তারা
চন্দ্র ভানুর আলো,
দেখে মা তোর একটু হাসি
বাসবে না বল ভালো??

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৫-০৫-২০২০ ১৩:০২ মিঃ

অতুলনীয় লেখা। 

prasenjitpaul2020
১৫-০৫-২০২০ ১২:২৯ মিঃ

সুন্দর ছন্দময় কবিতা, ভালো লাগল