বিপদের কাণ্ডারী
- বোরহানুল ইসলাম লিটন ১০-০৫-২০২৪

বিপদের কাণ্ডারী
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

সেই হবে শেষ বিপদের কাণ্ডারী।
জীবনে মরণে প্রতি ক্ষণে ক্ষণে
দেখাতে আলোর পথ,
যাতনার বিষে হৃদয় ভরেছে
পীড়নে দেহের রথ।
সত্য দিশাতে দিবস রজনী
দু’পায়ে দলেছে বজ্র অশনি
তোমা হাসি দেখে ভুলেছে তখনি
আমা বিষাদের ভারী,
সেই হবে শেষ বিপদের কাণ্ডারী।

আঘাতের দুখে ছিল চাঁদ মুখে
সদা সত্যের হাসি,
তোমা কথা ভেবে গলায় পড়েছে
দৈন্য ক্লেশের ফাঁসি।
রিপুর তাড়নে পথ গেলে ভুলে
অমৃত সুধা বুকে নিয়ে তুলে
সত্য আলোর দোর দিতে খুলে
কখনো করেনি দেরি,
সেই হবে শেষ বিপদের কাণ্ডারী।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৭-০৫-২০২০ ১৩:৫৬ মিঃ

ভালো লাগলো লেখা ।