যুবা ও জৈব কণা
- Farid Hasan ০৮-০৫-২০২৪

অতিশয় ক্ষুদ্র অকোষীয় সত্ত্বা বিভীষিকা চালাল ধরায়
হাজার মানুষ দিশেহারা হয়ে হাটছে হাজার মাইল
এটা কোন কবির হাঁটা নয়-ফুলেল
এই হাঁটা অভুক্ত অমুদ্রা কোভিড জারিত
এটা শত বর্ষের বিশ্ব বদশাসনে বিকারিত
হয়ত বলবে আগামি-যুবক জোরালো গলায় ।

এত দরকার ছিল না- হে অকোষীয় অনু সত্ত্বা,
তুমি হতে পারতে সিলেকটিভ
চার ছয় বড়তে পারতে ব্যাপ্ত হতে নব্য এলিনিয় এলানে
হয়ত রোহিঙ্গা কিংবা বেকার শ্রমিক বলতে পারত টার্গেট
তুমি পেতে অনুতে বৃহৎ প্রণয়ী চুম্বন
অস্ত্রবাজ পুজিখোঁড় হতে পারত তোমার এজেন্ডা
যাদের একটি অস্ত্রের বদলে হতে পারে হাজার ক্লিনিক ভেন্টিলেটর ভ্যাকসিন
কোটি টিউলিপ কোটি শাপলা ফোটান যায় জলে স্থলে ছাদে, নভঃপ্রানে ;
প্রেম স্পন্দতে খেলত জীব, জড়, জৈব কণা ,
তুমিও বসত করতে শান্তিতে, রাখিয়া অন্যকে শান্তিতে ।


২৫.০৫.২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৫-০৫-২০২০ ২০:৪৫ মিঃ

সুন্দর উপস্থাপন ।