উল্টো দেশে (ব্যঙ্গ)
- বোরহানুল ইসলাম লিটন ১০-০৫-২০২৪

উল্টো দেশে (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

হায়রে এ কি রঙ্গে চলে
উল্টো দেশের খেলা,
ঠ্যাং গুটিয়ে সুস্থ দ্যাখে
পঙ্গু লোকের খেলা।

মূর্খ চলে জ্ঞানীর বেশে
বিজ্ঞ লুকায় মন,
লোভ লালসে স্বর্ণ খোঁজে
তাম্র শিশার ধন।

স্বার্থ হাসে সুখ সোহাগে
দেখলে গরীব লোক,
শোল বোয়ালে কেঁন্দে করে
পুত্র মরার শোক।

সিংহ ঘুরে অন্ধ সেজে
পিঁপড়া বিলায় ত্রাণ,
শাপ শকুনে দোস্তি করে
রাখতে নিজের মান।

বোধ চেতনা নির্বাসনে
নেই বিবেকের কাজ,
সেই না দেশে দর্পে চলে
শঠ ছলনার রাজ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।