একা
- মোহাম্মাদ আলী ১০-০৫-২০২৪

ব্যর্থ রোগের আক্রমণে
নিশুতি প্রহর বৃষ্টিতে কাক ভেজা হয়ে ওঠে।
প্রিয়সীর নীলকন্ঠে বাজতে থাকে অভিনয়ী গান---।
চোখের জলে প্রহর গুনে
তুমিহীন একা হয়ে যায়।

২৬ জ্যৈষ্ঠ ১৪২৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।