অন্ধ মন
- বোরহানুল ইসলাম লিটন ১০-০৫-২০২৪

অন্ধ মন
বোরহানুল ইসলাম লিটন
==================৥৥৥

হায়রে অন্ধ মন,
তোরে চিনিতেই শেষ হলো মোর
সারা জীবনের ক্ষণ।

পরের যাতনে স্বার্থ খুঁজিয়া
পুষে অন্তরে খোশ,
মিথ্যা ছলনে শুধু অকারণে
অন্যে দিয়েছো দোষ।

মোহ মায়া জালে দুপুর সকালে
জাগিয়া রাত্রি দিন,
পরের দুয়ারে হস্ত প্রসারে
বাড়ায়ে চলেছো ঋণ।

তবুও কি তুমি ভাবো তারে দামী
যে করে তোমারে দান?
দম্ভ সাগরে মরো বারে বারে
দাও না কখনো প্রাণ।

’পাই যাহা চাই’ দরিয়া অসীম
বানায়ে জীবনী মূল,
স্বপ্ন ভেলায় ভাসায়ে দিয়েছো
দুই জনমের কুল।

দিবসের শেষে কাল রাত এসে
কাড়িবে যেদিন প্রাণ,
মিলবে কি তোর শত অনুতাপে
পাপী জীবনের ত্রাণ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।