চাঁদের লাজ
- মাকসুদ মেহেদী ০৮-০৫-২০২৪

কে খেয়েছে চাঁদ???
ঘন বর্ষা নাকি শুকনো লতা,
নাকি অষ্টাদশীর নিঃশ্বাস;;
কে খেয়েছে চাঁদ!!!!
হঠাত করেই ভরা ময়ায়,
পরছে কেনো ভাঁজ।।।
আড়াল হতেই সুর অচেনা,
ধূসর রঙ্গে, রং আসেনা,
মেঘে মেঘে খুনোখুনি,
দখল নেবে কে???
কে খেয়েছে চাঁদ!!!
কে পেয়েছে,
কে নেয়েছে চাঁদের লাজে??
কে দিয়েছে হাত!!!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।