শূন্যতার মিছিল
- মুহাম্মদ তানজিন সাফায়েত ওরফে মো. তানজিন সরকার ০৯-০৫-২০২৪

বুকে ভেতর আজ শূন্যতার মিছিল
ভাসমান শৈবালের মত যাচ্ছে কেটে দিন,
সব হারিয়েও আমি দিব্যি বেচে আছি,
হৃদয় মাঝে অশ্রু চেপেও হাসি।
যে মানুষ আপনজন হারায়,
কেউ কি বুঝে সে কতটা অসহায়?
কতটা কষ্টে কাটে তার দিবস যামী?
এই পৃথিবীতে হতভাগা নই কেহ আর
যার কেউ নেই আদর স্নেহ দেবার,
যে জন হারিয়েছে বটবৃক্ষ ছায়া,
রৌদ্র করে পুড়ে তার কোমল কায়া।
যত দূরে তারা থাকুক না কেন,
হোক না বেহেস্ত তাদের, বহু দূর
হৃদয়ের যোগাযোগ হয় যেন প্রতি ক্ষণে
দোয়া যেন ঘিরে আছে দেহ মোর।
অপেক্ষা আজি মহাযাত্রার তরে
হবে মোলাকাত এই জীবনের পরে,
দোয়া আজি অন্তরযামী পানে
ভালো রেখো প্রভু, ভালো রাখার তরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।