রাত্রিদের প্রত্যাবর্তন
- মহঃ সানারুল মোমিন ১০-০৫-২০২৪

রাত্রিদের প্রত্যাবর্তন
- মহঃ সানারুল মোমিন

এখন একটু অন্য রকম সময়,
সূর্য অনুপস্থিত, শৈশব সকাল বেলা।

শত সহস্র শতাব্দীর হারানো মৃত রাত্রিদের সমাবেশ।
হয়তো কিছু ন্যায্য পড়ে থাকা দাবীর-
আন্দোলন না হয় শান্তিপূর্ন সম্মেলন।

আঁধারের ছেঁড়া শরীরে শত শতাব্দীর গোপন আত্মকথা।
কিছু হয়তো মনের ব্যথা।
ভেসে ওঠে শিল্পীর কৃষ্ণ তুলিকার ক্যানভাসে।
না হয় মৃত রাত্রির বেদনাযুক্ত জীবন্ত দেহ লাশে।
ব্যস্ত আর ব্যস্ত অনুসন্ধান তল্লাসে।

কালো রং হারায় রাতের ঘনকালো আঁধারের গভীরতা।
ধ্বংসের পথে চলে রাত্রিদের নির্জন সভ্যতা।

হ্রাস পায় সৃষ্টির প্রতি আলিঙ্গন,ব্যথা অন্তরে।
দুর্বল ক্ষয় রাত্রিদের সমাগম-প্রত্যাবর্তন কৃষ্ণ গহ্বরে।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৪/০৯/২০২২, রবিবার, সন্ধ্যা ৭:০০টা
নগর,খড়গ্রাম,মুর্শিবাদাদ, প:ব,ভারতবর্ষ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।