উন্মাদনা
- সিবগাতুর রহমান ০৯-০৫-২০২৪

শেষ হয়ে গেল বিশ্বকাপের
চরম উন্মাদনা
সকলের প্রতি রইল আমার
প্রীতি শুভকামনা

ভেদাভেদ ভুলে উৎসবে মাতি
এই রীতি বাংলার
ভাই বোন আর বন্ধু সকলে
সন্তান এক মা'র

হারজিত ছিল এখনো আছে
থাকবে চিরদিন
সম্পর্কের বন্ধন যেন না
ভাঙে কোনদিন

একসাথে আছি থাকবো মোরা
একে অপরের স্বজন
তোমাদের মত আপন জন আর
এভবে আছে কজন?

আমাদের মাঝে সুখ আনন্দ
বয়ে যাক অবিরত
শত পার্বণে ঢাকা পড়ে যাক
হৃদয়ে যাতনা যত

মজার ছলেই ট্রল করেছি
করে দিও মোরে ক্ষমা
সকলের তরে শুধুই অনুরাগ
হৃদয়ে আছে জমা
*****


রচনা কাল: ১৯ ডিসেম্বর ২০২২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।