দরুদ ও আস্তাগফির
- সিবগাতুর রহমান ১০-০৫-২০২৪

হে পরওয়ারদিগার
রহমত বরিষণ করো
নবীজি মুহাম্মদ 'পার।
শেষ বিচারের দিনে
আমার নবীজি বিনে
পাপী এই উম্মতের
শাফী হইবে কে আর?

হে প্রভু ইয়াওমিদ্দিন
বরকত বরিষণ করো
নবীজি মুহাম্মদ 'পার।
কঠিন হাশরের দিনে
আমার নবীজি বিনে
পাপী এই উম্মতেরে
পার করিবে কে আর?

হে রহমানুর রাহিম
সুখ শান্তি দান করো
আলে মুহাম্মদ 'পার।
নবীজির উম্মত ছলে
আমারেও নিও সে দলে
তুমি ছাড়া এ পাপীরে
প্রশান্তি কে দিবে আর?

হে মহান শক্তিমান
দূর করে দাও হানাহানি
নবীজির উম্মতের গ্লানি।
তুমি অদ্বিতীয় সুমহান
এজীবন তোমারই দান
তুমি ছাড়া এ মহা গোরে
বাঁচাবে কে আছে আর?

হে গাফুরুর রাহিম
তুমিই সেরা ক্ষমাকারী
আমরা পাপী বেশুমার।
দোহাই তোমার হাবিবের
মাফ করে দাও যত ভুল
কাঁদছি দুয়ারে তোমার
তুমি বিনা কে আছে আর?
*****


রচনা কাল: ১৬ জানুয়ারি ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।