দুঃখ করোনা মা'গো
- সিবগাতুর রহমান ০৯-০৫-২০২৪

মাগো তোমার একটি ছেলে
যুদ্ধে যাচ্ছে চলে
তোমার জন্য একটি রাঙা
সূর্য্য আনবে বলে।

তোমাকে আর রাখবোনা মা
অন্যের দাসী করে
তোমার উন্নত শির থাকবে
মুক্ত আপন ঘরে।

আলোকিত ওই দিনমণিটা
আনবো তোমার তরে
জ্বালব আলো এই বাংলার
প্রতিটি ঘরে ঘরে।

মাগো তোমার একটি ছেলে
যুদ্ধে যাচ্ছে চলে
তোমার জন্য মুক্ত স্বদেশ
ছিনিয়ে আনবে বলে।

মুক্ত আকাশ মুক্ত বাতাস
মুক্ত গানের পাখি
তোমার হাতে পড়িয়ে দেব
স্বাধীনতার রাখি।

সুজলা সুফলা এই মাঠ ঘাট
আমার স্বদেশ ভূমি
লুটিয়ে দেব তোমার পায়ে
তোমারেই যাবে চুমি।

মাগো তোমার একটি ছেলে
যুদ্ধে যাচ্ছে চলে
তোমার জন্য একটি জাতীয়
সংগীত আনবে বলে।

তোমার স্বাধীন আঁচল খানি
মুক্তির আলোয় ভরবে
উন্নত শিরে আমার সোনার
বাংলা গাইবো গর্বে।

মুক্ত স্বাধীন একটি পতাকা
আনবো তোমার তরে
মুক্ত হাওয়ায় উড়াবে তুমি
ওই নীল অম্বরে।

মাগো তোমার একটি ছেলে
যুদ্ধে যাচ্ছে চলে
অত্যাচারী শাসক শিবির
ধ্বংস করবে বলে।

আমার মাটির সোনার ফসল
রাখবো নিজের ঘরে
বর্গীর কাছে রাখবো না নিজ
গোলা শূন্য করে।

আমার দেশের মাটির মানুষ
কৃষক মজুর চাষা
সবাই মিলে স্বপ্নের একটি
দেশ গড়বো খাসা।

মাগো তোমার একটি ছেলে
যুদ্ধে যাচ্ছে চলে
প্রিয় স্বদেশ এই মাতৃভূমি
মুক্ত করবে বলে।

মান করো না মাগো আমার
যুদ্ধে যাচ্ছি চলে
শিকল ছিড়ে স্বাধীনতা
তোমায় দিব বলে।

দুঃখ করোনা মাগো আমার
না যদি আসি ফিরে
খুঁজে নিও মোরে এই বাংলার
লাল-সবুজের ভিড়ে।
*****

রচনা কাল: ১০ মার্চ ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।