আখেরি আলেম
- সিবগাতুর রহমান ০৯-০৫-২০২৪

নবীজির মনে শঙ্কা ছিল যে
আসবে এমন কাল
ধর্ম থাকবে লেবাসে তে শুধু
রবে আমলের আকাল।

ইমাম মাহদী বলছেন ডেকে
এসে গেছে সেই কাল
থাকিস না আর গোমরাহিতে
ফিরাবো শুভ সকাল।

তোরা শেষ জামানার আলেম!
ফিতনা ফাসাদে তোরা তো শ্রেষ্ঠ
তোরাই শ্রেষ্ঠ জালেম।

তোরা জাহিল তোরা বর্বর
পাক কুরআনের অপমান দেখে
কাঁপে না তোদের অন্তর।

তোরা সন্ত্রাসী তোরা ভন্ড
নিজ ভাই খুনে কাঁপে না তোদের
হৃদয়টা এক দন্ড।

তোরা রক্ত পিপাসু দানব
দ্বীন ইসলামের দুর্যোগ তোরা
জেনেছে বিশ্ব মানব।

তোরা মুসলিম নামি বিজাত
তোদের কাছে হার মানে আজি
আইয়ামে জাহেলিয়াত।

তোরা প্রতারক তোরা ঝুট
সাধারণে মিছে প্রলোভন দিয়ে
বাঁধিস মিথ্যা জোট।

তোরা জালিম অত্যাচারী
তোদের আগুনে পুড়ছে বনানী
পশু পাখি ঘর বাড়ি।

তোরা পিশাচ তোরা সীমার
তোদের আঘাতে রক্তে ভেসেছে
ফুরাত ঐ কারবালার।

তোরা লুটেরা মুখোশধারী
অসহায় আজি তোদের কাছে
বৃদ্ধ শিশু ও নারী।

তোরা ধর্ষক তোরা পাপাচার
নায়েবে রাসুল লেবাসে তোরা
নবীজির মনে হাহাকার।

তোরা অসভ্য তোরা বিকার
জ্ঞান অন্বেষে আসা শিশুকেও
তোরা করিস বলাৎকার।

তোরা জাহান্নামের ইন্ধন
তোদের জন্য দ্বীন ইসলাম আজ
হারিয়েছে নিজ বন্ধন।

তোরা নমরুদ তোরা কংস
শেষ জামানার ফেরাউন তোরা
তোরা জাহিলের বংশ।

তোরা পাপিষ্ঠ কওমে লুত
তোর নিঠুর আঘাতে রক্ষা পায়নি
কোনো স্বর্গীয় দূত।

তোরা ধর্মে বিষের ছটা
তোদের জন্য দ্বীন ইসলামে
দুর্যোগের ঘনঘটা।

নবীর বাণী, নাহি তো সংশয়
উলামাওহুম শার্রু তাহতাসসামায়ি
এটা তোদের-ই পরিচয়।

তোরা অহংকারী দাম্ভিক
তোদের আঘাতে নবীকুলে সবে
কেঁদেছে, তোদের ধিক্।

তোরা জাহান্নামি-ই ঠিক
খলিফার খুনে রাঙা তব হাত
জানাই তোদের ধিক্।

ফিরে আয় তোরা ফিরে আয়
ইমাম মাহদী ডাকছে তোদের
নবীজির দিনে ফিরে আয়।
*****


রচনা কাল: ১৬ মার্চ ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।