আর কাঁদবো না - সিবগাতুর রহমান
- সিবগাতুর রহমান ০৯-০৫-২০২৪

অধরা, একাকী বসে বসে কতো ভাবি
তোমার জন্য আর কাঁদবো না কভু
থাকবো না চেয়ে ঐ অসীমের পানে!
তবুও তোমায় কাছে পাওয়ার জন্য
এই হৃদয়ের কোনে এত আকুতি!

হৃদয়ের যন্ত্রণা যত হৃদয়েই থাকে
নয়নের নোনা জল নয়নে শুকায়
জ্বলে পুড়ে সব হয় ছারখার
বুঝি তবুও তুমি হবে না আমার!
তবুও মন তোমার আশা ছাড়ে না!
তবুও তোমায় চাওয়ার স্বাদ মেটে না!

উড়ন্ত বিহঙ্গের বুকে বারবার বিঁধে
নির্দয় পাষাণ শিকারির তীর
তবুও মেঘের সাথে পাল্লা দিয়ে
উড়তে চায় ঐ দূর গগনে।
তিল তিল করে অনেক স্বপ্নে সাজানো
জীবনের গল্পে নেমে আসে ইতি?

অধরা, তোমাকে আপন করে চাওয়ার
এটাই যদি হবে শেষ পরিনতি
তবে কেনো তোমাকে চাইতে চাইতে
থেমে যায় জীবনের গতি?
কেনো তোমাকে চাওয়ার প্রতি পরতে
টানা দুর্ভেদ্য যতি!

অধরা, কি বাসনায় তোমার এ আচরণ?
কেনো সুমতি হয় না দেখেও মরণ?
আমি আর চাইবো না কোনোদিন
কাঁদবো না করে তোমায় স্মরণ।
***

রচনা কালঃ ২৯ মে ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।