একদিন ভুল ভাঙবে
- সিবগাতুর রহমান ০৯-০৫-২০২৪

হয়তো আমি তোমার কাছে
আজ হয়ে গেছি বন্য
একদিন ভালো বেসেছিলেম
সেই ভেবে আমি ধন্য।

হয়তো আমি তোমার কাছে
হয়ে গেছি আজ ভন্ড
একদিন ভুল ভাঙবে ঠিকই
মিছে নয় এক দন্ড।

হয়তো আমি পারিনি বুঝতে
তোমার ভালোবাসা
অতৃপ্ত এই হৃদে বুনেছিলাম
স্বপ্ন সুখের আশা।

হয়তো তুমি ছিলেই না মোর
আমিই বেসেছি ভালো
তোমাকে নিয়েই অন্ধকারে
জ্বালতে চেয়েছি আলো।

হয়তো তুমি চিনতে চাওনি
তাই ছিলে আনমনা
হিসেব করেছো লাভ-ক্ষতি
লয়ে অন্যের বিবেচনা।

হয়তো তুমি বুঝনি এ মন
ছিলে তাই অস্থির
অস্থিরতার খেসারত আজ
চির অবনত শির।

হয়তো আমি বুঝিনি সময়
এ ছিল আমার ভুল
জীবন দিয়ে তাইতো আজ
দিয়ে যাই এ মাসুল।

হয়তো কভু আমার এ প্রেম
বুঝবে তুমি বুঝবে
আমার নিথর দেহের মাঝে
সেই প্রেমটাই খুঁজবে।
*****

রচনা কালঃ ১ জুলাই ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।