কেউ সুখী নয়
- সিবগাতুর রহমান ০৯-০৫-২০২৪

সুখ যেন আকাশের অধরা নীলিমা
তারে দেখা যায় কভু ছোঁয়া যায় না
এই চোখে যাহা দেখি তা-ই সুখ নয়
খুঁজে দেখো লুকানো আছে বিস্ময়।

অজানায় মিশে গেছে অপলক দৃষ্টি
দেখিতে পাও না কেউ হৃদয়ের বৃষ্টি।
হাসিতে গাইতে দেখো শুধু দেখো না
আড়ালে লুকানো তার কতো বেদনা।

যে নীলে আকাশটা এতো ভালবাসি
সেই নীল ঢাকে কালো মেঘের রাশি।
আকাশের কান্না বুঝবে সে জন কই
রিমঝিম বৃষ্টিতে নাচো তা তা থৈ থৈ।

পাহাড়ের বুক চিরে ঝরে পড়ে কান্না
তোমরা বলছো তারে অপরূপ ঝর্ণা।
নাচে তোমাদের হিয়া নৃত্যে আনন্দে
নুপুরের রিনিঝিনি প্রাণ কাড়া ছন্দে।

সুখী সুখী মনে হয় আসলে সুখ নয়
আড়ালে পাবে খুঁজে জীবনের ক্ষয়।
দেখেছি কতো ভবে সুখের অভিনয়
আসলে দুখের সাথে গোপন প্রণয়।
*****

রচনা কালঃ ১০ জুলাই ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।