অনুভবে আছো তুমি
- সিবগাতুর রহমান ০৯-০৫-২০২৪

একাকী আজকে আমি ভয়ে বিহ্বল
তোমাকে পাবো বলে আর কতকাল
নিরবে ঝরবে আঁখি জল
বল প্রিয়তম বল

এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
তোমার ছায়া তলে কবে পাবো ঠাঁই
অনুভবে আছো তুমি
তুমিময় এই মনোভূমি
তুমি ছাড়া এ জীবন দুখের অনল
বল প্রিয়তম বল

অভিমানে আর কতো রাখিবে দূরে
চিরকাল থাকিবে এই হৃদয়ে জুড়ে
আমি যে ভীষণ একা
কবে পাব তোর দেখা
আর কতকাল প্রাণে সইবে ধকল
বল প্রিয়তম বল

বিরহে কেঁদে কতো নিশি ভোর হয়
যতো দিন যায় তাতে বাড়ে সংসয়
আমার জীবন তরী
লাগছে ভীষন ভারী
দিনে দিনে ক্ষয়ে যায় ভরা মনোবল
বল প্রিয়তম বল

এ হৃদয় জুড়ে শুধু সুখ স্মৃতি তোর
ভুলিতে পারিনা মনে বেদনা বিধুর
সারাটা দিবস জামি
তোরে শুধু খুঁজি আমি
তুই বিনা কি করে বাঁচি আমি বল
বল প্রিয়তম বল

একাকী আমি আজি ভয়ে বিহ্বল
তোমাকে পাবো বলে আর কতকাল
নিরবে ঝরবে আঁখি জল
বল প্রিয়তম বল
*****

রচনা কালঃ ১৬ জুলাই ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।