ছোট গল্প ........."ছন্নছাড়া" পর্ব -২
- মোঃ বজলুর রশীদ ০৯-০৫-২০২৪

এলোমেলো চিন্তা করতে করতে কখন যে জিরো পয়েন্টে এসে গেছি বুঝতে পারিনি । মনে মনে চিন্তা করলাম সিগারেটের কি নেশা একটা সিগারেট খাওয়ার জন্য এতটা পথ আসলাম।

আমি সিগারেট ছাড়তে চাই কিন্তু সিগারেট আমাকে ছাড়ে না । যথারীতি সিগারেটের দোকান খুঁজতে লাগলাম ,তখন রাত প্রায় ২ টা এই সময় জিরো পয়েন্টে তেমন
কোন দোকান খোলা থাকে না ।

কিন্তু সিগারেট তো খেতে হবে, তাই সিন্ধান্ত নিলাম আর
একটা জীবনান্দ দাশের হাটা দিয়ে তেলের পাম্প এর দিকে যাই ,সেখানে সারারাত দোকান
খোলা থাকে ।

হাটতে হাটতে  তেলের পাম্প চলে আসলাম ,এখানে অনেক দোকানদার আমার পরিচিত ।আমার এক অতি পরিচিত দোকানদার নাম আপেল মিয়া তাকে বললাম কেমন আছেন সে হাসি মুখ করে বললো ভাইজান ভাল আছি ,বুঝছি আপনি সিগারেট খেতে আসছেন এই নেন সিগারেট ।

আপেলের Intuition Power আছে বলা যায় । আপেলের Intuition Power টা একবার পরীক্ষা করা প্রয়োজন ,আমি সিগারেট টানতে টানতে পকেট থেকে একটা কার্ড
বাহির কিরে আপেলকে বললাম আপেল মিয়া এই কার্ডে কি চিহ্ন আছে বলতে পারবেন ,আপেল মিয়া হাসতে হাসতে বললো একটা যোগ চিহ্ন !

আমি কিছু বললাম না । আমার আবার মানুষের
Intuition Power পরীক্ষা করার অভ্যাস আছে আমি মাঝে মাঝে এই পরীক্ষাটি বিভিন্ন মানুষের উপর চালাই । তবে আপেল মিয়ার Intuition Power অসম্ভব ভাল ,আমার পকেটে চারটা কার্ড ছিল, যার মধ্যে যোগ,বিয়োগ,গুন ও ত্রিভুজ চিহ্ন ছিল আপেল মিয়া সঠিক
কার্ডের সঠিক চিহ্নটি বলতে পেরেছিল কিন্তু আমি আপেল মিয়াকে বুঝতে দেইনি ।

পৃথিবীতে খুব কম সংখক মানুষের Intuition Power থাকে তার মধ্যে আপেল মিয়া একজন ।

গত কয়েক দিন থেকে জলঢাকায় ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে খুব আলোচনা চলছে ,অনেকে নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে । অনেকে কানাঘষা করছে এসব সনদ নাকি বাতিল হবে।

আমি এই সব বিষয় নিয়ে কর্ণপাত করি না তারপরও কৌতুহল হলো ,একবার আপেল মিয়াকে জিজ্ঞাসা
করি এদের  ভুয়া মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ কি । তাদের সনদ কি বাতিল হবে ?

সিগারেট খাওয়া আমার শেষ হয়েছে, তাই আপেল মিয়াকে বললাম আর একটা সিগারেট দেন ,আপেল মিয়া সিগারেট দিল।

আমি আবার সিগারেট ধরাতে ধরাতে বললাম
আপেল মিয়া  জলঢাকার লোকজন যে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে আলোচনা করছে তাদের ভবিষ্যৎ কি?

আপেল মিয়া বললো ভাইজান এরা সবাই এক সময় বাতিল হয়ে যাবে ।আমি তাকে কিছু না বলে আবার হাটা
শুরু করলাম এবার আমার গন্তব্য নীলসাগর এর ব্রীজ সেখানে বসে আকাশ দেখবো ................চলবে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।