পাঁচ-সাত মিনিট
- মো জাহিদুল ইসলাম ০৯-০৫-২০২৪

লোডশেডিং বেড়ে গেছে ইদানীং
ঝড়ো হাওয়া বইছে বাইরে
মেঘেরা ডাকাডাকি করছে সন্ধ্যা থেকেই
ওদিকে দৃষ্টি দিও না

তুমি কিছুক্ষণের জন্য বারান্দায় আসো
এই ধরো পাঁচ-সাত মিনিট!

অন্ধকারে তোমার চুল উড়াউড়ি করবে
আমি চুপচাপ দেখবো
একশো এগারোটা মোমবাতি এনেছি
শুধু তোমাকে দেখবো

তুমি কিছুক্ষণের জন্য বারান্দায় আসো
এই ধরো পাঁচ-সাত মিনিট!

এমন ঝড়ের দিনে তোমার আর আমার
আমার আর তোমার
দমকা হাওয়ায় উড়ে যাওয়া উচিত
উড়াউড়ি করতে হবে না

শুধু কিছুক্ষণের জন্য বারান্দায় আসো
এই ধরো পাঁচ-সাত মিনিট!
ঠোঁটে ঠোঁট লাগিয়ে দাঁড়িয়ে থাকো আমার
কিছুক্ষণ বৃষ্টিতে ভেজো
এই ধরো পাঁচ-সাত মিনিট!


৪ এপ্রিল, ২০২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।