এই গরমে
- বিধান চন্দ্র দেবনাথ ০৯-০৫-২০২৪

গ্রীষ্ম কালের কড়া রোদে
ঘেমে হই সারা,
মাঠ পানে ছুটে যায়
দল বেধে কারা?

দলে দলে ছুটছে কৃষক
ধান ক্ষেতের পানে,
কাস্তে আর রশি হাতে
হাসি খুশি মনে।

ক্ষেতে আছে পাকা ধান
মনের মধ্যে হাসি,
ঘরে তুললে সেই ধান
বারো মাস খুশি।

আম কাঁঠাল আছে গাছে
এই মধু মাসে,
গরমে কাঁচা আম
খেতে ভালোবাসে।

এই গরমে আমের ভর্তা
খেতে পাগল পারা,
গ্রীষ্ম কালে পাকা ধানের গন্ধে
আনন্দে আত্মহারা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।