সংগ্রামী জীবন
- কাল্পনিক অমিত (নীল) ১০-০৫-২০২৪

সংগ্রামী জীবন আমার থামেনা,
সে তো চলেছে চলছে চলবে।
কোথায় জানি তার শেষ-
আমি খুঁজি না খুঁজিই না তার দিশা।
সে সর্বদা চলেছে নিজের মতো করে,
তার পাশে আমি একাকী. . .
সর্বশান্ত মন আমার পিছু পিছু তার,
কোন ঠিকানাতে চলেছে জানি না।
হয়তো খুঁজে পাবো না তার ঠিকানা. . .
নির্বাক হয়ে তার পথ চলা।
হাজার মানুষ তার প্রিয় সঙ্গী. . .
শুধু আমি আছি একাকী।
অল্পতে তার অনেক আশা,
দুচোখ মেলে তার স্বপ্ন বোনা।
চোখ মেলে সে স্বপ্ন খুঁজে. . .
চলছে আজও সে অজানা পথে।
পথিক সে সর্ব পথের. . .
শুধু তার কল্পনায় আমার ছুটে চলা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।