শুরু থেকে শুরু
- আল মামুন মাহবুব আলম ২৭-০৪-২০২৪

কোন ইচ্ছেই পুরন হলোনা
কোন ইচ্ছে পুরোন হবেও না
তখন কেনোই বা ইচ্ছে জাগে,
“জীবনটা ফের শুরু থেকে শুরু করি”!


তবু কেনো এতো ইচ্ছের বাসা…
ইচ্ছের বসতি নিপাত যাক
পারিনা,পারিনা,পারিনা,নিজে
আর কত যুদ্ধ করি নিজের বিরুদ্ধে!

ইচ্ছে হয়েছিলো একদিন সে
যেনো কোন যৌবনের সূচনা
হব-হই সময়ে,নদী তার
জলের শব্দের সাথে তোমার সংগীত

মিলে মিশিয়ে ছড়ায়,পাখিরা
নির্বাক চেয়ে থমকে থাকবে
তাদের গান ভুলে,কান পেতে
শুনে নেবে,ঠুমরী হয়ে বাজ়ে নদীর

শব্দ,শব্দের সাথে তোমার কন্ঠস্বর !

রঙধনু হয়ে তুমি বিশাল
দিগন্তে আমাকে ডাকবে,আমি
জানি,রঙধনু কাছে আসেনা
দূরে দুরেই যেতে থাকে,যতো তার

কাছে যাই,রঙধনু ইচ্ছের সমাপ্তি…!


মায়াবী হরিণ হয়ে হারিয়ে
যাও বিশাল অরন্য আঁধারে
কাছে আর যাই কি করে,মৃত
স্বপ্নের সমাধির কাছে মন চায় কি?

ইচ্ছে করে যদি,জানি অযথা,
অযথাই জীবনের মধ্যাহ্ণ
পার করে,মরিচীকার ডাকে,
“জীবনটা ফের শুরু থেকে শুরু করি”!


যশোহরঃ০৭/০৬/২০১৩
রাতঃ ০৯ঃ৩০ টা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।