আশ্বাস
- দেবদত্তা পাল ৩০-০৪-২০২৪

রাম রহিম মোরা ভাই ভাই
একই মোদের মাতৃভূমি,
একই বর্ণ রক্ত।
রামের পাশে রহিম বসে,পরব মোরা জীবনের মহাপাঠ।
হাতে হাত রেখে চলব মোরা আরও বহু স্বপ্নের পথ,
কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব মোরা অহিংসার লড়াই।
"মোরা একই বৃন্তে দুটি কুসুম "হয়ে প্রজন্মের পর প্রজন্ম
সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে তোলার,
আশ্বাস বয়ে নিয়ে যেতে চাই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৭-০৪-২০২৪ ১৮:৪২ মিঃ

চমৎকার, মুগ্ধতা ভরা অসাধারণ লেখা

দেবদত্তা পাল
১৯-০৪-২০২৪ ১৩:৩২ মিঃ

অসংখ্য ধন‍্যবাদ