জীবন নামক নদী
- দেবদত্তা পাল ০৩-০৫-২০২৪

নদীর মত বহমান তুমি
জীবন যে তোমারই নাম..
শৈশবে তুমি চঞ্চল
ঠিক ভুলের নেই কো বিচার,
যৌবনে তুমি পরিনত,
কাঠিন‍্যের বোল্ডার পেরিয়ে তুমি অপ্রতিরুদ্ধ
বার্ধক‍্যে তুমি শান্ত।
জীবনের স্বরলিপির হিসাব শান্ত এককোনে।
তিন পর্যায়ের বাধা জীবনের বন্ধনীতে।
নদীর মত বয়ে চলে জীবনের ধারা যে,
হাজার স্রোতের তোরে জীবন যে দুর্মূল‍্য।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৯-০৪-২০২৪ ২২:২৭ মিঃ

অপূর্ব
ভালো লাগলো
বই পড়তে হবে বেশী বেশী।

দেবদত্তা পাল
২০-০৪-২০২৪ ০৭:৪৯ মিঃ

হ‍্যাঁ ঠিক।বই পড়া এখন অনেক কমে গেছে।