জোসনার বাতি
- আইনুল হক ১৭-০৯-২০২৪
নিশিত রাতে জগিয়া খোঁয়াই রাতি।
জ্বলিয়া জ্বলিয়া নেভে জোসনার বাতি ॥
আমি যে গাঁথি মালা কড়িয়ে কুসুম,
তব খুঁজি খুঁজি কভু চোখে আসে না ঘুম,
পড়ে থাকে চারিধরে ফুলের পাঁতি ।।
অলি কভু আমার কাননে দেখেনা ফিরে,
দিন শেষে ফেরে গোধুলিতে সব নীডে়।
আমি শুধু পড়ে থাকি ঘরে বিনা সাথী।।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।