বৃষ্টি পড়ে টাপুর টুপুর
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার লেখা কবিতা ২৭-০৪-২০২৪

বৃষ্টি পড়ে
টাপুর টুপুর,
বৃষ্টি ভেজা
সারা দুপুর।

সারাদিন
বৃষ্টি ঝরে,
গরু থাকে
গোয়ালঘরে।
বৃষ্টি পড়ে
মেঘ ডাকে,
পাখিরা সব
বাসায় থাকে।

গামছা গায়ে
হীরু দাস,
মাঠের আলে
কাটে ঘাস।

আঙিনায়
ধীরু পাল,
বাঁধে গরু
রাখে হাল।

গাঁয়ের বউ
কুয়ো তলায়,
জল তুলে
বাড়ি যায়।

রাজহাঁস
পুকুর-পাড়ে,
ঘন ঘন
পাখা নাড়ে।

সাঁঝের বেলা
সূয্যি ওঠে।
বৃষ্টি বাদল
গেছে টুটে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।