বিল্ব ষষ্ঠী দেবীর বোধন
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ২৬-০৪-২০২৪

মন্দির মাঝে সকাল সাঁঝে,
ঢ্যাং কুড়া কুড় বাদ্যি বাজে,
খুশির দিনে আনন্দময়ী মা এসেছে।
শিউলি বকুলের গন্ধে
পূজার খুশির আনন্দে
বিশ্ব ভুবন আনন্দে মেতে উঠেছে।
দেবী আসছেন নৌকায় চড়ে
যাবেন মা দূর্গা দোলায় করে,
পূজোয় সবার মনে খুশির ঢেউ।
খুশির আনন্দ আজ ঘরে ঘেরে,
ছেলেমেয়েরা নতুন জামা পরে,
আনন্দে আর খুশিতে নাচে কেউ ।
নৌকায় চড়ে দেবীর আগমন
আজ বিল্বষষ্ঠী দেবীর বোধন
মন্দিরে বাজে ঢাক ও কাঁসর ঘণ্টা,
আয় রে সবাই আয়,
আনন্দে নাচি আর গাই
আনন্দে ভরে উঠুক মোদের মনটা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।