বিরহী কবির ব্যথা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ২৭-০৪-২০২৪

ক্লান্ত পাখিরা বাসায় ফেরে, পশ্চিমে সূর্যি গেছে ডুবে,
সাঁঝের বেলায়, নামলো আঁধার, বইছে হাওয়া পূবে।
তুলসী তলায়, জ্বলে ওঠে দীপ, দূরে শাঁখের শব্দ ওঠে,
এক এক করে, তারাদের দল, আকাশের গায়ে ফুটে।

পথের বাঁকে শেয়াল ডাকে, পেঁচা ডাকে ঝোপে ঝাড়ে,
ঘরের চালে দুটো, উড়ছে বাদুড়, বের হয়ে চুপিসাড়ে।
সাঁঝের আঁধারে, কান পেতে শুনি, ঝিঁ ঝিঁ পোকার গান,
জোনাকিরা সব, জ্বলে ওঠে গাছে, বোবা কান্নায় ম্রিয়মান।

নিঝুম রাতে, শ্মশান ঘাটে, চিতা জ্বলে সারি সারি,
অলস মস্তিষ্কে বিকৃত যন্ত্রণা, রাতের ঘুম নেয় কাড়ি।
শত যন্ত্রণা, দুঃসহ হয়ে, বিরহী কবির হৃদয়ে বাজে,
মৌন রাতি, ঘুমে অচেতন, আমি কেঁদে মরি লাজে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।