এলো না আর ফিরে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ২৬-০৪-২০২৪

মা গো আমার, বাবা তো আর
এলো না ফিরে ঘরে,
বাবার সাথে, রথের মেলা যেতে,
বড়ো ইচ্ছা মোর করে।

সেই সকালে, বেরিয়েছে বাবা,
নামলো আঁধার গাঁয়ে,
বকের পাখায়, আলোক লুকায়,
নির্জন বটের ছায়ে।

রোজ সকালে কাজে যায় বাবা,
ফিরে আসে সন্ধ্যায়,
আজ কেন মা এমন হলো
বাবার কেন দেখা নাই।

রাতের আকাশে চাঁদ ওঠে ,
তারারা মিটিমিটি চায়,
ঘুমায়ে গিয়েছে, ক্লান্ত হয়ে সে,
সাড়া কভু দিবে নাই।

কচি শিশুমন, মানে না বারণ,
বারে বারে তারে চায়।
পৃথিবীর মায়া ত্যজিয়া গিয়েছে
স্বর্গে পেয়েছে ঠাঁই।

মা গো আমার, বাবা তো আর
এলো না ফিরে ঘরে,
বাবার সাথে, রথের মেলা যেতে,
বড়ো ইচ্ছা মোর করে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।