নারী
- সাইদুর রহমান ২৬-০৪-২০২৪

তিলে তিলে, গড়ে উঠেছিল
নব্য কুঁড়ি যার হাতদু’টি ধরি;
রঙ বাগিচায় ফুল ফুটেছিল
ফুটিয়েছিল, সেহি তো নারী।

কিবা সাধ্য ছিল, গর্ব করার
প্রেরণায় যার, সে তুমি আমি;
বিজয় হাসি, হাতে তলোয়ার
প্রস্তুত, উদ্যত চূর্ণে নম্র ভূমি।

মমতা জন্ম দিলে হৃদয় বুকে
পেলাম কত যে আলো শিখা;
গুঁজে দিলে মুঠোয় পৃথিবীকে
তার আঁকা ছবি মাধুরী মাখা।

স্থলে ও জলে, আকাশে নারী
সংসার জীবনেরও চাবিকাঠি;
অধিকারে তাদের পাল্লা ভারী
সম ক্ষমতায় কার কিবা মাটি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।