হাহাকার
- এস এম খায়রুল বাসার ২৭-০৪-২০২৪

মনঘড়ি সময় দেয় না ঠিক ঠাক,
অতিনিদ্রা তাই পেয়ে বসেছে।
ভদ্রজনেরা ভাবছে আর ভাবছে-
ঘুমের ঘরে হাটা আর কতকাল !
অসহায়ত্বের লজ্জা মাড়িয়ে চলা দায়,
বাইরে বৈশাখের খাঁ খাঁ রোদ্দুর
ভেতরে হাহাকারের সীমাহীন প্রান্তর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।