ঠাকুর দাদার ঘোড়া
- আব্দুল মান্নান মল্লিক ২৭-০৪-২০২৪

ঠাকুর দাদার ঘোড়া

আব্দুল মান্নান মল্লিক

ঠাকুর দাদার খোঁড়া ঘোড়া,
ডান চোখেতে কানা।
ডাইনে চাইতে বাঁয়ে মোড়ে
শুনেনা কথার মানা।।
তিন পায়েতে নাচের হাঁটন
ধিনতাধিন ধিনতাধিন।
এক ক্রোশ পথ হাটতে সময়
লাগে সাড়ে তিনদিন।।
হাতের লাগাম টানতে থাকি
বসে ঘোড়ার পিঠে।
লাট সাহেবের জামাই যেন
তিন পায়েতে হাঁটে।।
কি জানি কি রোগ ধরেছে
ঠাণ্ডা সর্দি জ্বরে।
দিনে দিনে তিনদিন বাদে
ঘোড়া গেল মরে।।
গাঁয়ের লোকের নানান কথা
বলছে আরও সবে।
ঠাকুর দাদার শোক ধরেছে
হয়তো এমন হবে।।
বাড়ির লোকে ভাবছে বসে
কারণ খুজে সবাই।
ডাক্তার বাবু এসে বলেন
শিঙ ছিলনা তাই।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।