চিরচেনা সেই জন
- সাইফ রুদাদ - নারী ও প্রকৃতি ২৭-০৪-২০২৪

আমি প্রেমী তোমার প্রেমী
আমার কাছেই পরছো ধরা তুমি
তুমি সুন্দরী, রূপসী
আমার চিরচেনা সেই জন।

তুমি আমার জন্য ভরা কলসী খালি করা সেই মেয়ে,
তুমি আমার সাথে চোখের ভাষায় কথা বলা সেই।
তুমি খেজুর গাছের সাথে তাল মিলিয়ে
এলো চুলে দাঁড়িয়ে থাকা সেই মেয়ে।

তুমি গেঁয়ো পথের সৌন্দর্য, তুমি কলমি লতা, শজিনা ডাটা, বাঁট ফুল, জামরুল।
তুমি আমার প্রেমিকা।

তুমি তো দোয়েলের মিষ্টি সুর
শালিক ডাকা বালু চর,
তুমি বাঁশবনের পাতা
আমার প্রেয়সী পাখি।

এই তুমি তো সেই
আমার দেখা বিশ্ব সুন্দরি
তোমার প্রেমে পাগল অামি
পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই।

অামি পাগল ছিলাম তাই ঘুরেছি
মানব সৃষ্ট ইট পাথরের দেশে।
কত বড় বড় দালান দেখেছি,
কত রঙ বেরঙের আলো দেখেছি
কিন্তু তোমার গন্ধ পাই নি সেথা।

বিশ্বাস করো আমি তোমাকে দেখে আমার সমস্ত চৈতন্য ফিরে পেয়েছি।
তুমি আমাকে বুকে নাও
গো প্রিয়।

লুকোচুরি খেলনা আর ছলনা করো না
আমি তোমাকে চিনেছি
তুমি আমার প্রথম বাসরের স্ত্রী ছিলে

আমি চিনেছি তোমাকে
তুমি তো সেই গ্রীষ্মের দক্ষিণা হাওয়া
বর্ষার কান্না, শরতের কাশফুল।
হেমন্তের ফসল, শীতের শিশির, বসন্তের কোকিল।

আমি অনাদিকাল থেকেই তোমার প্রেমে
হাবু ডুবু খাচ্ছি,
তুমি তো আমাকে ধরা দিবেই,
কারণ তোমাকে আমি ভালবাসি।

(উৎসর্গ বাংলা মায়ের মত রূপবতী কন্যা অহনা চৌধুরী কে)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

saif
০৬-০৮-২০১৬ ০৯:১৭ মিঃ

হায়! প্রেম, হায়! ভালবাসা