পূজোর বাজার
- লক্ষ্মণ ভাণ্ডারী - পূজোর কবিতা ২৬-০৪-২০২৪

পূজোর সময় এলো কাছে,
আনন্দে তাই ঢাকীরা নাচে,
ঢাক বাজে, বাজে পূজোর সানাই।

কচি সবুজ ধানের গাছে,
খেতমাঠ সব ভরে আছে,
সবুজ দেখায় যেদিকে পানে চাই।

নদীর ঘাটে বটের গাছে
পাখিরা সব বাসায় নাচে
গাঁয়ের পথে গরুর গাড়ি চলে,

পূরব গগনে তপন ওঠে,
দিঘিতে শালুকপদ্ম ফোটে,
গাঁয়ের প্রান্তে পদ্মদিঘির জলে।

কেনাকাটা পূজোর বাজার,
ব্যস্ত দেখি সবাই আবার,
কারো হাতে জামা ধূতি চাদর,

দুধার ভরা কাশফুলে,
নৌকা চলে পাল তুলে
শারদপ্রাতে হাওয়ায় করি ভর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।