চাষীর চোখে আজ জল!
- লক্ষ্মণ ভাণ্ডারী ২৬-০৪-২০২৪

চাষীর চোখে আজ জল!
পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল।
ঘরে নেই চাল, পড়েছে আকাল,
ঘরে হাঁড়ি চড়ে নি আজ,
বন্ধ বেচাকেনা, হয়ে গেছে দেনা,
আছে পড়ে খেতের কাজ।
সকাল হলে ব্যাঙ্কে চলে গাঁয়ের চাষীভাইয়ের দল।
চাষীর চোখে আজ জল!
পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল।

দোকান বাজার, বন্ধ কারবার,
বন্ধ হয়ে গেছে নাওয়া খাওয়া,
খালি খালি মাঠ, বসে নাই হাট,
রোজই ব্যাঙ্কে আসা যাওয়া।
বস্তা বোঝাই, গাড়ি আসে যায়, বন্ধ আছে ধানকল।
চাষীর চোখে আজ জল!
পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল।

চাষীর বধূ, কোলে নিয়ে শিশু,
উঠোনে বসে আঁখিজলে ভাসে।
পায়নি টাকা, ফিরে আসে একা,
চাষী খালি ব্যাঙ্ক হতে আসে।
ব্যাঙ্কে আছে রাখা, ট্যাঁকে নাই টাকা,একশো টাকাই সম্বল।
চাষীর চোখে আজ জল!
পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।